ক্রিকেট

পাকিস্তানের হয়ে আর খেলতে আগ্রহী নন মালিক

পাকিস্তানের হয়ে আর খেলতে আগ্রহী নন মালিক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগ্রহ হারিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। দুই সংস্করণ থেকে এরমধ্যে অবসর নিয়েছেন তিনি। পাকিস্তানের এক স্পোর্টস ওয়েবসাইটে সাক্ষাৎকার দিয়েছেন মালিক। মালিক সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, 'এত বছর ধরে খেলার পর আমি বেশ খুশি ও সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে খেলতে আমি আর আগ্রহী নই।' তিনি আরও বলেন, 'আমি এরমধ্যে দু’টি সংস্করণ থেকে অবসর নিয়েছি। আমি লিগ ক্রিকেট খেলি এবং নিজের সময় উপভোগ করি। যেখানেই আমার খেলার সুযোগ আসবে, আমি চেষ্টা করবো সেটা গ্রহণ করতে।' পাকিস্তানের বর্তমান দল ও বাবর আজমের অধিনায়কত্ব প্রসঙ্গেও কথা তুলেছেন মালিক। এই অলরাউন্ডার মনে করেন, বাবরের শুধু খেলোয়াড় হিসেবেই খেলা উচিত। অধিনায়কের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখলে বাবর মাঠে আরও বেশি মনোযোগী হয়ে উঠতে পারবে বলে বিশ্বাস মালিকের। পাকিস্তানের হয়ে ৩৫ টি টেস্ট, ২৮৭ টি ওডিআই ও ১২৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মালিক। দেশের হয়ে ১৯৯৯ সালে আন্তর্জাতিক অভিষেক হয় তার। তিন সংস্করণ মিলিয়ে তিনি ১১ হাজার রান সংগ্রহ করেছেন এবং বল হাতে ২১৮ উইকেট নিয়েছেন। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | হয়ে | আর | খেলতে | আগ্রহী | নন | মালিক