ক্রিকেট

দ্রাবিড়ের বার্তায় আবেগঘন গম্ভীর

দ্রাবিড়ের বার্তায় আবেগঘন গম্ভীর
রাহুল দ্রাবিড় জায়গা ছেড়েছেন, সেই জায়গা নিয়েছেন গৌতম গম্ভীর। ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ এখন গম্ভীর। নানা জল্পনা-কল্পনা হয়েছে মাঝের সময়টুকুতে। শেষ পর্যন্ত গম্ভীরের কাঁধে দায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়, ল্যাপটপে দ্রাবিড়ের একটি মেসেজ বা বার্তা দেখছেন গম্ভীর। সেই বার্তায় লেখা ছিল, 'তোমার সতীর্থ হিসেবে বলতে পারি, মাঠে তোমাকে সর্বোচ্চটা দিতে দেখতাম।' 'তোমার ব্যাটিং সঙ্গী ও সহ ফিল্ডার হিসেবে সবসময় তোমাকে দেখতাম, স্থিতিশীল মানসিকতার আর আত্মসমর্পণ না করার মতো দৃঢ় মনোবলের। বেশ কয়েকটি আইপিএল মৌসুম থেকেই খেয়াল করেছি, জেতার জন্য তোমার কেমন আকাঙ্ক্ষা থাকে। তরুণ খেলোয়াড়দের সাথে তোমার সহযোগিতাপূর্ণ মনোভাব। আর দেখতাম মাঠ থেকে সেরাটা কীভাবে খুঁজে আনতে হয়, সেই চেষ্টা।' গম্ভীরকে হাসতে দেখা কিছুটা কঠিন কাজ। দর্শকরা তো তেমন একটা দেখেন না। সতীর্থরাও এই হাসির দেখা খুব কমই পান। দ্রাবিড়ের কাছেও এই হাসি দেখতে পাওয়া খুব বিরল। তাই সম্প্রতি নতুন কোচের কাছে বিদায়ী কোচের যে বার্তা- সেখানে কিছুটা ‘হিউমার’ও করতে দেখা গেল দ্রাবিড়কে। তিনি লিখেছেন, 'যদি এটা তোমার জন্য কঠিনও হয়ে যায়, একটা হাসি দিও। যাই ঘটুক না কেন, লোকজনকে সেটা ভড়কে দেবে।' এমন বার্তা পেয়ে আবেগঘন হয়ে পড়েন গম্ভীর। তিনি নিজের অভিব্যক্তিতে জানান, 'আমি আসলে খুব বেশি আবেগপ্রবণ হই না। তবে এই বার্তা আমাকে বেশ আবেগপ্রবণ করে দিয়েছে, যা আমার হয় না সাধারণত। এটা আসলে একটা দারুণ বার্তা।' এম এইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন দ্রাবিড়ের | বার্তায় | আবেগঘন | গম্ভীর