আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৫০

গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৫০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মধ্যাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে ৫০ জনের বেশি। শনিবার (২৭ জুলাই) ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মধ্যাঞ্চলীয় গাজার দেইর এল-বালাহতে খাদিজা স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, স্কুলে নিহতদের মধ্যে ১৫ জন শিশু এবং আটজন নারী। এছাড়া হামলায় আহত হয়েছে শতাধিক। তবে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দাবি করে, গাজার মধ্যাঞ্চলীয় খাদিজা স্কুলের ভেতরে হামাসের একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টারে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, স্কুলটি ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাতে ব্যবহার করা হচ্ছিল। স্কুলটিতে একটি অস্ত্রাগারও ছিল। আঘাত হানার আগে ওই এলাকার বেসামরিকদের সতর্ক করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েল। এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, খান ইউনিসে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। উল্লেখ্য, গেলো বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ২৫৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | ইসরায়েলের | হামলা | নিহত | ৫০