ফুটবল

রিয়াল মাদ্রিদে যোগদানের স্বপ্ন পূরণে কাঁদলেন এন্দ্রিক

রিয়াল মাদ্রিদে যোগদানের স্বপ্ন পূরণে কাঁদলেন এন্দ্রিক
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এন্দ্রিক ফিলিপের নাম ঘোষণা করলেন। সাথে সাথেই সান্তিয়াগো বার্নাব্যুর টানেল দিয়ে বেরিয়ে আসলেন এন্দ্রিক।  মাঠে ঢুকেই সান্তিয়াগো বার্নাব্যুর সবুজ মাঠ ছুঁয়ে দেখেন ব্রাজিলিয়ান তারকা। মাদ্রিদের সাদা জার্সিতে ছেলেকে দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না এন্দ্রিকের বাবা-মা। নিজের অনুভুতির কথা জানাতে গিয়ে শুরুতে মুখে চওড়া হাসি থাকলেও, কিছুক্ষণ পরেই স্বপ্ন সত্যি হবার আনন্দ চোখ বেয়ে পড়তে থাকে। ‘অনুভূতি কেমন, তা বলার ভাষা আমার নেই। কারণ, আমি সব সময় এখানেই আসতে চেয়েছি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছি। এটা স্বপ্ন পূরণ হওয়ার মতো।’ রিয়ালের প্রতি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এমন ভালোবাসার কারণ পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যা আগে একাধিকবার বলেছেন এন্দ্রিক। তাই বক্তৃতার শেষে, আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুকরণ করে বার্নাব্যুতে উপস্থিত দর্শকদের একটি কাউন্টডাউনে "হালা মাদ্রিদ" উচ্চারণ করতে বলে। রিয়াল মাদ্রিদের সঙ্গে এন্দ্রিকের ৬ বছরের চুক্তির ঘোষণা এসেছিলো অনেক আগেই। তবে স্প্যানিশ ক্লাবটিতে আসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বয়স। নিয়ম অনুযায়ী ১৮ বছর পূর্ণ হওয়ার আগে রিয়ালের হয়ে খেলার সুযোগ ছিল না তাঁর। এর ফলে বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে এন্দ্রিকে। ২১ জুলাই নিজের ১৮তম জন্মদিন উদ্‌যাপন করেন এনদ্রিক।  এরপরই শনিবার হয়ে গেলো আনুষ্ঠানিক ভাবে পরিচয় পর্ব। রিয়াল মাদ্রিদে ১৬ নম্বর জার্সি পেয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন রিয়াল | মাদ্রিদে | যোগদানের | স্বপ্ন | পূরণে | কাঁদলেন | এন্দ্রিক