ক্রিকেট

এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ

এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ
এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৭ সালের এশিয়া কাপ (পুরুষ) আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সবশেষ পুরুষদের ২০১৬ এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এর আগে ২০২২ সালের নারী এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। এসিসি থেকে যে বিবৃতি প্রকাশ পেয়েছে, সেখানে ২০২৫ ও ২০২৭ এশিয়া কাপের জন্য স্পনসরশিপ রাইটের জন্যেও বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা জানিয়েছে, ২০২৫ এশিয়া কাপ আয়োজন করবে ভারত। ২০২৬ সালে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালে আছে ওডিআই বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভারতে আয়োজিত এশিয়া কাপটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। অন্যদিকে ওডিআই বিশ্বকাপ সামনে রেখে ২০২৭ সালে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপ হবে ওয়ানডে সংস্করণে। বাংলাদেশ এশিয়া কাপ আয়োজন করে ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে। লাল সবুজের দল ফাইনাল খেলার স্বাদ পেয়েছিল ২০১২ ও ২০১৬ সালে। তবে একবারও এশিয়ার শিরোপা জেতা হয়নি। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন এশিয়া | কাপ | আয়োজন | করতে | যাচ্ছে | বাংলাদেশ