ক্রিকেট

আইসিসির পরবর্তী সভা বাংলাদেশে

আইসিসির পরবর্তী সভা বাংলাদেশে
বাংলাদেশে বসতে যাচ্ছে পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড সভা। পাশাপাশি ‘স্পোর্টস গভর্নিং বডি’র নির্বাচন হওয়ারও কথা রয়েছে। রবিবার (২৮ জুলাই) এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসির বর্তমান চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন গ্রেগ বার্কলে। যিনি ২০২২ সালের নভেম্বরে নির্বাচিত হয়েছিলেন। দুই বার একই দায়িত্বে থাকার পর, এ বছরের শেষের দিকে তার মেয়াদ শেষ হবে। সচিবালয়ে অনুষ্ঠিত গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি পাপন জানান, 'এটা নিশ্চিত হয়েছে আইসিসির বোর্ড সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। সম্ভবত নির্বানও (আইসিসি) এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।' পাপন বলেন, 'আমার মনে হয় একটি নির্বাচন হবে। যেখানে বর্তমান চেয়ারম্যানের শেষ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। আমরা আমাদের নির্বাচনের ম্যান্ডেট এরমধ্যে দিয়ে দিতে পারব আশা করছি।' আগামী অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। বিসিবি সভাপতি বিশ্বকাপ প্রসঙ্গেও কথা বলেছেন। যেখানে তিনি উল্লেখ করেন, এই আয়োজন সফল করার জন্য পরিকল্পনা করছে বিসিবি। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন আইসিসির | পরবর্তী | সভা | বাংলাদেশে