ক্রিকেট

দায়িত্ব ছাড়লেন ইংল্যান্ড কোচ ম্যাথু মট

দায়িত্ব ছাড়লেন ইংল্যান্ড কোচ ম্যাথু মট
ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মট ২০২২ সালে ইংল্যান্ডের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ইংলিশরা। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও সাফল্য বিবেচনায় মটের সরে যাওয়ার একরকম নিশ্চিত হয়েই ছিল। মঙ্গলবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মটের চলে যাওয়া নিশ্চিত করেছে। অন্তর্বর্তীকালীন সময়ে সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ইসিবি। রবিবার (২৮ জুলাই) ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি’র সাথে দেখা করেন মট। সেসময় সদ্য বিদায়ী এই কোচ নিজের পরিস্থিতি ও রিভিউ তুলে ধরেন। মট জানিয়েছেন, 'আমি ইংল্যান্ড পুরুষ দলে কোচিং করাতে পেরে অনেক বেশি গর্বিত বোধ করি। এটা বেশ সম্মানের।' 'গত দুই বছর ধরে সাফল্যের জন্য আমরা সবরকম চেষ্টাই করেছি। আমি গর্ব করি এই সময়ের মধ্যে দল যে ধরনের চরিত্র দেখিয়েছে তার জন্য। এরমধ্যে যুক্ত করা যায় ২০২২ সালের আমাদের দারুণ এক টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়কে।' মট এরপর ধন্যবাদ জানিয়েছেন সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের। ২০২২ সালে মট দায়িত্ব নেওয়ার পর থেকে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ জিতেছে ইংল্যান্ড। তবে সবশেষ ওডিআই বিশ্বকাপের ইংল্যান্ডের পারফরম্যান্স ছিল একেবারে ভরাডুবি। পাশাপাশি চলতি বছরে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ইংলিশদের। পুরো টুর্নামেন্টেও খুব একটা ভালো খেলার প্রদর্শনী দেখাতে পারেনি তারা। এই বিষয়গুলো নিয়ে, পাশাপাশি মটের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়তে হলো এই অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া এই কোচকে। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন দায়িত্ব | ছাড়লেন | ইংল্যান্ড | কোচ | ম্যাথু | মট