আন্তর্জাতিক

কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা ২৫৬ ছাড়িয়েছে

কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা ২৫৬ ছাড়িয়েছে
ভারতের কেরালার রাজ্যের ওয়েনাডে এলাকায় ভূমিধসে মৃতের সংখ্যা ২৫৬ ছাড়িয়েছে। এখনো ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ভারী বৃষ্টিরপাতের ফলে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে ওয়েনাডেতে। খরব ইন্ডিয়া টুডে। গেলো মঙ্গলবার (৩০ জুলাই) এই ভূমিধসের ঘটনা ঘটে ভারতের দক্ষিণের রাজ্য কেরালায়। বুধবার (৩১ জুলাই) ইন্ডিয়া টুডের প্রতিবেদনে স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, কেরেলার ওয়েনাডের মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধসের কারণে কমপক্ষে ২৫৬ জন মারা গেছে এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তৃতীয় দিনের মত চলছে উদ্ধার অভিযান চলছে। উদ্ধার অভিযানে ১৫০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। তারা প্রায় ১০০০ জনকে উদ্ধার করেছে এবং ২২০ জন এখনও নিখোঁজ রয়েছে। ফরেনসিক সার্জনদের মোতায়েন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। পিটিআই জানিয়েছে,মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ (এইচএডিআর) প্রচেষ্টার সমন্বয়ের জন্য সেনাবাহিনী কোঝিকোড়ে একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেছে। ঘটনাস্থলের আশেপাশে এ পর্যন্ত ৮২টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে। কেরালার আবহাওয়া বিভাগ থেকে জানা যায়, আগামী কয়েক দিন বৃষ্টি ও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এখনো বেশ কিছু জায়গায় বিশেষ সতর্কতা জারি আছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ব্যাপারে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। জেডএস//

এ সম্পর্কিত আরও পড়ুন কেরালায় | ভূমিধসে | মৃতের | সংখ্যা | ২৫৬ | ছাড়িয়েছে