ফুটবল

ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব

ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব

ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ফিফা আয়োজিত ২০৩৪ ফুটবল বিশ্বকাপের একমাত্র বিডার ছিল এই দেশ। সৌদি থেকে জানানো হয়েছে, মোট ৪৮ টি দল আয়োজন করতে যাচ্ছে এই বিশ্বকাপ। যেখানে সৌদির ৫ টি শহরের ১৫ টি স্টেডিয়ামে হবে প্রতিটি ম্যাচ।

ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। সৌদির বিড থেকে জানা যায়, প্রস্তাবিত শহরগুলোর মধ্যে রয়েছে রিয়াদ, জেদ্দা, আল খোবার, আবহা ও নতুন শহর নিওম। এখন পর্যন্ত পাওয়া খবরে, রিয়াদেই থাকবে বিশ্বকাপের ৮ টি স্টেডিয়াম।

বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের জন্য নির্ধারণ করা হএয়ছে কিং সালমান স্টেডিয়াম। যে স্টেডিয়াম এখনো নির্মানাধীন অবস্থায় আছে।

২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরবের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল অস্ট্রেলিয়া। দেশটি এরপর প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। এতে সৌদি একমাত্র প্রার্থী হিসেবে থাকে।

সৌদির জন্য প্রধান প্রতিবন্ধকতা অবকাঠামো। অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হলেও ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে অবকাঠামো সহ আরও বেশ কিছু প্রতিবন্ধকতা হয়তো পেরোতে হবে এই দেশটিকে।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ফুটবল | বিশ্বকাপ | আয়োজন | করবে | সৌদি | আরব