ভারতের বিপক্ষে ওডিআই সিরিজের দলে শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশঙ্কার সুযোগ হয়নি চোটের কারণে। পাথিরানার কাঁধে অসুবিধা থাকার কারণে, অন্যদিকে মাদুশঙ্কার হ্যামস্ট্রিংয়ের চোট থাকার কারণে স্কোয়াডে রাখা হয়নি তাদের।
টি-টোয়েন্টি সিরিজের আগে অসুস্থতা ও চোটের কারণে দুই পেসার দুশমান্থ চামিরা ও নুয়ান থুশারাকেও পায়নি শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবে ওয়ানডে সিরিজেও পাওয়া যাচ্ছে না তাদের।
ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো’র তথ্যমতে, এখনো অভিষেকের অপেক্ষায় থাকা মোহাম্মদ সিরাজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়াও ডানহাতি পেসার ইশান মালিঙ্গা লঙ্কান স্কোয়াডে ঢুকছেন বলেও জানা যায়।
পাথিরানা ও মাদুশঙ্কার চোট শ্রীলঙ্কার জন্য বেশ ক্ষতির। এর আগে যেহেতু আরও দুই পেসারকে তারা হারিয়েছে পুরো ভারত সিরিজের জন্য। সেহেতু স্কোয়াডে বিকল্প খেলোয়াড় খোঁজা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য।
এম এইচ//