আইন-বিচার

রিমান্ড শেষে পার্থ, নীরব,মজনু, হুদাসহ ৭ জন কারাগারে

রিমান্ড শেষে পার্থ, নীরব,মজনু, হুদাসহ ৭ জন কারাগারে
কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে বাংলাদেশ টেলিভিশন ভবনে নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাসসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২ আগস্ট) এ মামলায় দুই দফায় আট দিনের রিমান্ড শেষে পার্থকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। অপর মামলায় বিএনপির ৭ নেতাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই মামলায় অন্য ৬ আসামি হলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, ১২ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম। বাংলাদেশ টেলিভিশন ভবনে নাশকতার ঘটনার পরের দিন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার বাদী হয়ে রামপুরা থানায় মামলাটি দায়ের করেন। অন্যদিকে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন রিমান্ড | শেষে | পার্থ | নীরবমজনু | হুদাসহ | ৭ | জন | কারাগারে