আন্তর্জাতিক

চিরনিদ্রায় শায়িত হলেন ইসমাইল হানিয়া

চিরনিদ্রায় শায়িত হলেন ইসমাইল হানিয়া
কাতারের লুসাইল রয়্যাল কবরস্থানে দাফন করা হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। শুক্রবার (২ আগস্ট) দেশটির সবচেয়ে বড় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। হামাসের উচ্চপদস্থ নেতারা হানিয়ার জানাজায় উপস্থিত ছিলেন । যার মধ্যে ছিলেন খালিদ মিশালও। গেলো বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকান হন ইসমাইল হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে তেহরানের একটি গেস্ট হাউজে উঠেন হানিয়া। সেখানেই আগে থেকে রাখা বোমা বিস্ফোরণে এক দেহরক্ষীসহ নিহত হন তিনি। ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য ইসরাইলকে দায়ী করে আসছে ইরান ও হামাস। এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন চিরনিদ্রায় | শায়িত | ইসমাইল | হানিয়া