ক্রিকেট

নাটকীয় ম্যাচে টাই ভারত-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে

নাটকীয় ম্যাচে টাই ভারত-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে

শেষ ১৬ বলে দরকার ৫ রান, হাতে ২ উইকেট ভারতের। ৪৮ তম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ আরও সহজ করেন শিবম দুবে, ১৫ বলে দরকার ১ রান।

কিন্তু চারিথ আসালাঙ্কার চতুর্থ বলটি দুবের প্যাডে লেগে কিপারের পেছনে চলে যায়। শ্রীলঙ্কার করা এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। এই ফাঁকে দুই ব্যাটসম্যান প্রান্ত বদল করে ১ রানও নিয়ে ফেলে। তবে শ্রীলঙ্কা রিভিউ নিলে পাল্টে যায় আম্পায়ারের সিদ্ধান্ত।

পরের বলে সদ্য ক্রিজে আসা অর্শদীপ সিং স্লগ সুইপ খেলতে গিয়ে বল প্যাডে লাগান। এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তোলেন আম্পায়ার। উল্লাসে মেতে উঠেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। আর্শদিপ রিভিউ নিলেও কাজ হয়নি। প্রায় হারতে থাকা ম্যাচ ‘টাই’করে শ্রীলঙ্কা।

শুক্রবার কলম্বোয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও ভারত। খেলায় প্রথমে ব্যাট করতে পাতুম নিশাঙ্কার ৫৬ ও দুনিত ভেল্লালাগের ৬৭ রানের ইনিংসে ৮ উইকেটে ২৩০ রান করে লঙ্কানরা।

জবাবে পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৭১ রান তোলে ভারত। তবে শেষ পর্যন্ত নাটকীয়তায় ৪৭.৫ ওভারে ২৩০ রানে অলআউট হয় ভারতীয়রা।

এ সম্পর্কিত আরও পড়ুন নাটকীয় | ম্যাচে | টাই | ভারতশ্রীলঙ্কার | প্রথম | ওয়ানডে