জাতীয়

জাবিতে হলের তালা ভেঙে প্রবেশ করলেন শিক্ষার্থীরা

জাবিতে হলের তালা ভেঙে প্রবেশ করলেন শিক্ষার্থীরা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের তালা ভেঙে হলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। রোববার (৪ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের তালা ভেঙে প্রবেশ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল, বেগম সুফিয়া কামাল হল, প্রীতিলতা হল, শেখ হাসিনা হল, রোকেয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের তালা ভেঙে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমে বলেন, হল খুলে দেয়ার জন্য আমরা গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু প্রশাসন হল খুলে দেয়নি। আমাদের হলে আমরা থাকতে চাই। হল বন্ধ থাকবে কেন? আমাদের হলে আমরাই থাকব। এর আগে, গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলতে কর্তৃপক্ষতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। প্রশাসন এ সময়ের মধ্যে হল না খুলে দিলে শিক্ষার্থীরা নিজেরাই হল খোলার ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে আজ হলের তালা ভাঙেন তারা। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন জাবিতে | হলের | তালা | ভেঙে | প্রবেশ | শিক্ষার্থীরা