বাংলাদেশ

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় মার্কিন দূতাবাসের উদ্বেগ

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় মার্কিন দূতাবাসের উদ্বেগ
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন  দূতাবাস। মঙ্গলবার (৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামান্থা পাওয়ার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে করা একটি পোস্ট শেয়ার করে এ উদ্বেগের কথা জানায় মার্কিন দূতাবাস। পোস্টে বলা হয়, ঢাকায় মার্কিন দূতাবাস শান্তি ও সংযমের আহ্বান পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার খবরে দেশটি উদ্বিগ্ন। বাংলাদেশের জনগণের বন্ধু ও অংশীদার হিসেবে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন অব্যাহত রাখবে। এদিকে সামান্থা পাওয়ার তার এক্স হ্যান্ডেলে করা পোস্টে লিখেছেন, বাংলাদেশে সব দলের গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের অভিপ্রায়কে সমুন্নত রাখা জরুরি। বাংলাদেশে শান্তি পুনরুদ্ধার এবং মানবাধিকার রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সংখ্যালঘুদের | ওপর | হামলার | ঘটনায় | মার্কিন | দূতাবাসের | উদ্বেগ