ফুটবল

মেসির বাড়িতে হামলা

মেসির বাড়িতে হামলা
লিওনেল মেসির বিশাল একটি বাড়ি আছে স্পেনের অবকাশ যাপন কেন্দ্র ইবিজা দ্বীপে। সেই বাড়িটি ‘অবৈধ নির্মাণ’ বলছে পরিবেশবাদী সংগঠন ‘ফুতোরো ভেজেতাল’। সংগঠনটি স্প্রে দিয়ে স্লোগান লিখে মেসিকে পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে। ফুতোরো ভেজেতাল একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, ব্যানার হাতে মেসির বাড়ির সামনে দাঁড়িয়ে দুজন ব্যক্তি। সেখানে লেখা, ‘পৃথিবীকে দয়া করে সাহায্য করুন। ধনাঢ্যরা নিপাত যাক। পুলিশ নিপাত যাক।’ এর পরপরই তাঁরা মেসির বাড়ির দেয়াল স্প্রে দিয়ে দিয়ে স্লোগান লিখে দেন। সংগঠনটি বলছে, ২০২৩ সালে অক্সফামের প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীর জনসংখ্যার মাত্র ১ শতাংশ সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, অথচ এই মানুষগুলো ২০১৯ সালে যে পরিমাণ কার্বন নিঃসরণ করেছে, পৃথিবীর দরিদ্রতম জনগোষ্ঠীর তিন ভাগের দুই ভাগ মানুষ ততটুকু কার্বন নিঃসরণ করেছে। ফুতোরো ভেজেতাল ২০২২ সাল থেকে পরিবেশ বিষয়ে নানা আন্দোলন করে আসছে।

এ সম্পর্কিত আরও পড়ুন মেসির | বাড়িতে | হামলা