আন্তর্জাতিক

বাংলাদেশের হাইকমিশন থেকে কর্মী ফিরিয়ে নিয়েছে ভারত

বাংলাদেশের হাইকমিশন থেকে কর্মী ফিরিয়ে নিয়েছে ভারত
বাংলাদেশের ভারতীয় হাইকমিশন এবং কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রভাব ফেলেছে ভারতে। এরমধ্যে জরুরি নয় এমন কর্মীদের বাংলাদেশ থেকে সরিয়ে নেয় দেশটি। বুধবার (৭ আগস্ট) এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। কয়েকটি সূত্রমতে জানা যায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় কর্মী এবং পরিবারের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে নিজ দেশে ফিরে গেছেন। কূটনৈতিকরা অবশ্য সকলে এখনো হাইকমিশনে অবস্থান করছেন। হাইকমিশনের সকল কার্যক্রম চালু আছে বলেও জানা যায়। বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে জানা যায়, বাংলাদেশে ভারতীয় দূতাবাস, কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় ভারতীয় কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। যা একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়। গত ৫ আগস্ট (সোমবার) ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন বলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। ভারত থেকে তিনি কোন দেশে যাবেন, তা এখনো জানা যায়নি। তবে ইউরোপের কোনো দেশে যাওয়ার ব্যাপারে তার জোর সম্ভাবনা আছে। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | হাইকমিশন | কর্মী | ফিরিয়ে | নিয়েছে | ভারত