আর্কাইভ থেকে বাংলাদেশ

ধানমন্ডিতে অনুমতি না পেয়ে হাজারীবাগে সমাবেশ বিএনপি’র

ধানমন্ডিতে অনুমতি না পেয়ে হাজারীবাগে সমাবেশ বিএনপি’র

রাজধানীর ধানমন্ডিতে একই স্থানে বিএনপি ও যুবলীগ সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। পরে বিএনপিকে হাজারীবাগে সংক্ষিপ্ত সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরই পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত নির্ধারিত সময়ে সেখানে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি গণমাধ্যমকে বলেন, ঢাকা মহানগরের আহ্বায়ক আব্দুস সালাম তাকে ফোন করে বলেছেন শিকদার মেডিকেল কলেজের সামনে পুলিশ সমাবেশের অনুমতি দেবে। তাই লোকজন নিয়ে তারা সেখানে যাচ্ছেন।

তিনি বলেন, শিকদার মেডিকেল কলেজের আশপাশেই বিএনপি সমাবেশ করবে। পুলিশ জানিয়েছে সমাবেশে তারা কোনো বাধা সৃষ্টি করবে না।

উল্লেখ্য, সোমবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে সমাবেশের ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর উত্তর বিএনপি। পরে সেখানে স্থানীয় যুবলীগের পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে ওই স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন ধানমন্ডিতে | অনুমতি | পেয়ে | হাজারীবাগে | সমাবেশ | বিএনপির