জাতীয়

হাসিনা সরকারের পতন: এবার মণিপুরেও কারফিউ জারি

হাসিনা সরকারের পতন: এবার মণিপুরেও কারফিউ জারি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য মণিপুরে অনুপ্রবেশ ঠেকাতে দুই জেলায় কারফিউ বা সান্ধ্য আইন জারি করা হয়েছে। বুধবার(৭ আগস্ট) আসাম সীমান্তবর্তী ফেরজাওল ও জিরিবাম জেলায় এ কারফিউ জারি করে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যটির স্থানীয় প্রশাসন। ডেকান হেরাল্ডসহ একাধিতক ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত না থাকলেও  আসামের সঙ্গে রয়েছে। আর দক্ষিণ আসামের সঙ্গে রয়েছে মণিপুরের সীমানা। এ কারণেই রাজ্যটির আসাম সীমান্ত সংলগ্ন ফেরজাওল ও জিরিবাম জেলায় কারফিউ জারি করা হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়। এর আগে,   সোমবার(৫ আগস্ট) উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতে কারফিউ জারি করেছিল। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় সাড়ে চারশো কিলোমিটার সীমান্ত রয়েছে। এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন হাসিনা | সরকারের | পতন | এবার | মণিপুরেও | কারফিউ | জারি