ক্রিকেট

দুর্নীতির দায়ে অভিযুক্ত লঙ্কান ক্রিকেটার

দুর্নীতির দায়ে অভিযুক্ত লঙ্কান ক্রিকেটার
দুর্নীতির অভিযোগ এসেছে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমার বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুর্নীতিবিরোধী নীতিমালার ৩ টি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার নামে। লঙ্কা প্রিমিয়ার লিগ ও আন্তর্জাতিক ম্যাচে এসব ঘটনা ঘটেছে বলে জানা যায়। বৃহস্পতিবার (৮ আগস্ট) একটি বিবৃতির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেছে আইসিসি। জয়াবিক্রমার বিরুদ্ধে প্রথম অভিযোগ, ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিং করার প্রস্তাব পেয়ে কোনো বিলম্ব না করে সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হন তিনি। আরও অভিযোগ আছে, ২০২১ এলপিএলে একজন জুয়ারির পক্ষ হয়ে অন্য এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের রাজি করানোর প্রস্তাব পেয়েছিলেন তিনি, এটিও আইসিসিকে জানাতে ব্যর্থ হয়েছেন। সবশেষ অভিযোগ, প্রস্তাব আসার ক্ষুদে বার্তা মুছে দিয়ে তদন্তে বাধা প্রদান। ৬ আগস্ট থেকে আগামী ১৪ দিনের মধ্যে অভিযোগের প্রেক্ষিতে নিজ অবস্থান জানাতে পারবেন জয়াবিক্রমা। এই লঙ্কান ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক হয়ে ২০২১ সালের এপ্রিলে। এখন পর্যন্ত ৫ টি টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষে ২০২২ সালে দেশের জার্সিতে খেলেন জয়াবিক্রমা। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন দুর্নীতির | দায়ে | অভিযুক্ত | লঙ্কান | ক্রিকেটার