বাংলাদেশ

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তায় ভারত সরকারের বিশেষ কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু এবং বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ কমিটি গঠন করেছে ভারত সরকার।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এক্স হ্যান্ডেলে এ তথ্য জানায়।    

পোস্টে অমিত শাহ বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে নজর রাখতে মোদি সরকার একটি কমিটি তৈরি করেছে। এই কমিটি বাংলাদেশে তাদের সম পদমর্যাদাসম্পন্ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে, যাতে সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিক, হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়।

এই কমিটির প্রধান হবেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি (অতিরিক্ত মহাপরিচালক)।  

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন হিন্দু