ফুটবল

ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লি কার্সলি। ইউরো-২০২৪ শেষ করে বিদায় নেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। এরপর অন্তর্বর্তীকালীন হিসেবে লি কার্সলির নাম ঘোষণা করলো ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।

সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নেশন্স লিগ। সেই টুর্নামেন্টকে সামনে রেখে কার্সলিকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড।

৫০ বছর বয়সী কার্সলি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের কোচের দায়িত্ব পালন করেছেন। সেই দায়িত্ব ছেড়ে দিয়ে এখন জাতীয় দলের দায়িত্ব নিলেন তিনি।

নতুন দায়িত্বে নিয়োগ পাওয়ার পর কার্সলি বলেন, যেহেতু খেলোয়াড় এবং আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে আমি খুব পরিচিত, এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন) নতুন ম্যানেজার নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার এই সময় দলকে দিক নির্দেশন দেওয়া আমার কাছে যৌক্তিক কাজ মনে হয়েছে।

ধারাবাহিকতা নিশ্চিত করে উয়েফা নেশন্স লিগে ভালো করার লক্ষ্য কার্সলির। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই কোচ যখন ফুটবল খেলতেন তখন মিডফিল্ডার ছিলেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে রিপাবলিক অব আয়ারল্যান্ডের হয়ে ৪০ টি ম্যাচ খেলেছেন।

কভেন্ট্রি দিয়ে কোচিং পেশায় আছেন তিনি। ব্রেন্টফোর্ড ও বার্মিংহামেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ইংল্যান্ড | লি কার্সলি