আইন-বিচার

নিম্ন আদালতের বিষয়ে ছাত্র-জনতার কোনো দাবি নেই : আইন উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

ফাইল ছবি

ছাত্র-জনতার দাবি ছিল উচ্চ আদালতের অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য কয়েকজন বিচারপতির পদত্যাগের বিষয়ে। দেশের নিম্ন আদালতের ক্ষেত্রে তাদের কোনো কর্মসূচি নেই বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল

শনিবার (১০ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি

তিনি বলেন, দেশের কিছু এলাকাতে নিম্ন আদালত ঘেরাওয়ের খবর পেয়েছেনআন্দোলনকারী ছাত্র-জনতাকে তিনি অনুরোধ করেন,যাতে  কোনো অবস্থাতেই জেলার কোনো আদালতে ধ্বংসযজ্ঞ বা নাশকতামূলক কোনো কাজ না করেন নিম্ন আদালত ঘেরাও না করবারও আহ্বান জানান তিনি।

ড.আসিফ নজরুল বলেন,  বর্তমান পরিস্থিতিতেও নিম্ন আদালতের বিচারকরা কাজ করে যাচ্ছেন। অতীতে ভুল-ভ্রান্তি কিছু হয়েছে, সেটা থেকে তারা বের হয়ে আসবেন বলে নিশ্চয়তা দিয়েছেন।

 

প্রসঙ্গত, এ সময় নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করারও আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন নিম্ন | আদালতের | বিষয়ে | ছাত্রজনতার | কোনো | দাবি | নেই | | আইন | উপদেষ্টা