জাতীয়

সংখ্যালঘুদের জন্য হটলাইন চালু করতে যাচ্ছে সরকার

বায়ান্ন প্রতিবেদন

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ উঠছে। সেই প্রেক্ষিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় একটি হটলাইন চালু করতে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার।

রোববার (১১ আগস্ট) থেকে হটলাইন চালু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (১০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তিনি।

জনাব আ ফ ম খালিদ হোসেন বলেন, কোথাও যদি সংখ্যালঘুদের ওপর কোনো হামলা বা সহিংসতার ঘটনা ঘটে হটলাইনে জানালে আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

এই উপদেষ্টা আরও বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘর, উপাসনালয়ে হামলার খবর আসছে। সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলছে। এর সাথে গুজবও যুক্ত হয়েছে।

বাংলাদেশের চলমান পরিস্থিতিকে স্বাভাবিক করতে গঠিত নতুন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় নির্দিষ্টা জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করতে নজর দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন সংখ্যালঘু | হটলাইন