শিক্ষা

পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বায়ান্ন ডেস্ক

অধ্যাপক ড. আবু তাহের ছবি: ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আল্টিমেটাম এবং অবাঞ্ছিত ঘোষণার পর পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চবি ) অধ্যাপক ড. আবু তাহের। তার আগে প্রক্টরিয়াল বডি ও সব হলের প্রভোস্ট পদত্যাগপত্র জমা দেন।

সোমবার (১২ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন উপাচার্য আবু তাহের।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম. নুর আহমদ।

অধ্যাপক ড. মো. আবু তাহেরকে চলতি বছরের ১৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল প্যাডে সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যতম ভূমিকা রেখেছিলেন চবির শিক্ষার্থীরা। কিন্তু শেখ হাসিনা সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে চরম নিপীড়ন চালায়। এসময় নিজের ভূমিকার জন্য প্রশ্নবিদ্ধ হন অধ্যাপক ড. মো. আবু তাহের।

সে কারণে হাসিনা সরকারের পতনের পর এই উপাচার্যের পদত্যাগ দাবিতে রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেই দাবির মুখে অবশেষে পদত্যাগ করলেন অধ্যাপক আবু তাহের।


এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন পদত্যাগ