খেলাধুলা

এনসিএ প্রধান লক্ষ্মণের মেয়াদ বাড়লো

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান হিসেবে সাবেক ভারতীয় ব্যাটার ভিভিএস লক্ষ্মণ এর মেয়াদ আরও বাড়তে যাচ্ছে। অন্তত এক বছর লক্ষ্মণ এই দায়িত্বে থাকবেন। এই সাবেক ক্রিকেটারের সঙ্গে তিন বছরের চুক্তি সামনের সেপ্টেম্বর মাসে শেষ হতো বলে জানা যায়। 

লক্ষণকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান কোচ হিসেবে নেওয়ার ব্যাপারেও বলা হচ্ছিল। তবে এনসিএতে দায়িত্ব পালন করার কারণে তিনি নতুন কোনো দায়িত্ব গ্রহণ করতে পারবে না। 

এনসিএ বর্তমানে বড় কিছু দায়িত্ব পালন করছে ভারতীয় ক্রিকেটে। যেখানে প্রায় ১০০ টি পিচ, ইন্ডোর সুবিধা সহ ৪৫ টি পিচ, ৩ টি আন্তর্জাতিক মানের মাঠ, আধুনিক রিহ্যাব সেন্টার ইত্যাদি বিভিন্ন কাজ চলমান রয়েছে। 

রাহুল দ্রাবিড়ের পর এনসিএ’র দায়িত্ব নিয়ে ইঞ্জুরি ম্যানেজমেন্ট, প্লেয়ার রিহ্যাবিলেশন, কোচিং প্রোগ্রাম, বয়স-ভিত্তিক দলগুলোর জন্য বিভিন্ন রোডম্যাপ পরিচালনা করার ক্ষেত্রে ভূমিকা রাখেন লক্ষ্মণ। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ভিভিএস লক্ষ্মণ | এনসিএ | ভারত