দেশের সমসাময়িক ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব রয়েছেন তারকারা। বৃহস্পতিবার ঢাকাই চিত্রনায়িকা বর্ষার দেয়া এক ফেসবুক পোস্ট ভাইরাল হয়। অভিনেত্রী লেখেন, 'ভাত যখন রান্না করা হয়, কেউ চায়না ভাত পুড়ে যাক। মনের অজান্তেই পুড়ে যখন গন্ধ বের হয় তখন বুঝা যায় ওহ ভাত পোড়া গন্ধ। পোড়া ভাত শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মাখায় খেয়ে দেখবেন কি স্বাদ। আর হ্যাঁ সবাই কিন্তু পোড়া ভাত খায়না।'
এই পোস্টের মন্তব্য ঘরে নেটিজেনদের মন্তব্য ছিল এমন- 'নিশ্চয়ই শিশিরকে ইঙ্গিত লেখা?'। কেউ লিখেছেন, 'এই প্রথম আপনার হিউমারের প্রেমে পড়লাম।' আরেকজন লেখেন, 'এটা থেকে আমরা সাকিব আর শিশিরের বিষয় শিখতে পারলাম।'
যদিও বর্ষা ওই পোস্টে কোথাও ক্রিকেটার সাকিব আল হাসান কিংবা তার স্ত্রী শিশিরের নাম উল্লেখ করেননি। তবে কেনই বা বর্ষার ভক্তদের মনে প্রশ্ন আসছে সাকিব-শিশিরকে নিয়ে?
বুধবার (১৪ আগস্ট) রাতে হঠাৎই সামাজিক মাধ্যমে সাকিব আল হাসানের কিছু ক্লিপ ভাইরাল হয়। যেখানে দেখা যায়, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে সঙ্গে নিয়ে ঘুরছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের। রাতভর এ নিয়ে চলেছে নানা সমালোচনা।
তাই তো দিনের আলো ফোটার আগেই সামাজিক মাধ্যমে ইংরেজিতে একটি লম্বা পোস্ট দেন শিশির। তার বক্তব্যে রীতিমতো সাকিবকে নিয়ে সাফাই গান তিনি। শিশিরের বক্তব্য ছিল এমন- 'সাকিব আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল; সে এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।'
শিশির আরও বলেন, 'সে (সাকিব) এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই।'
শিশিরের এই পোস্ট ঘিরে বিভিন্নজন বিভিন্ন মতবাদ নিয়ে পোস্ট দিতে থাকে। বর্ষার মত ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার পোস্টেও একই চিত্র দেখা গেল। ফারিয়ার পোস্টের মন্তব্যঘরে নেটিজেনরা সাকিব-শিশিরকে ইঙ্গিত করে মন্তব্য করতে থাকে। যদিও ওই পোস্টে কোথাও সাকিব বা শিশির- কারও নামই উল্লেখ ছিল না। বরং ফারিয়া এও উল্লেখ করেন, 'আমি কারও নাম পরিচয় উল্লেখ করিনি। এটা শুধুই ফান পোস্ট।’
ফারিয়া লিখেছেন, 'গত পরশু রাতে টাকার ওপর ভরসা চলে গিয়েছিল, আজকে সকালে আবার ফিরে আসছে।'
এসআই/