দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ও তার ব্যবসায়িক সহযোগী মো. নুসরাত হোসেনের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়েরকৃত মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রাষ্ট্রপক্ষে পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট মাহবুব আলম সগির রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
জানা যায়, শাহ কামাল ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং ২০১৯ ও ২০২০ সাল পর্যন্ত জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, গেলো ১৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি এক লাখ টাকা ও ১০ হাজার টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করে পুলিশ।
আই/এ