আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী মমতাকে হত্যার হুমকি, ছাত্র গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি: সংগৃহীত

হত্যার হুমকি পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন এক অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। জানা যায়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, গ্রেপ্তারকৃত ছাত্র সেভাবে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিল।

সোমবার (১৯ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে। 

এনডিটিভি লিখেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনাপূর্ণ পোস্ট দেয় ওই ছাত্র। এরপর কলকাতা পুলিশ অভিযুক্ত ওই ছাত্রকে গ্রেপ্তার করে। তার নাম কীর্তি শর্মা, তিনি দ্বিতীয় বর্ষের বিকম শিক্ষার্থী। 

ভারতীয় গণমাধ্যম জানায়, ইন্সটাগ্রামে কীর্তি শর্মা কলকাতায় আলোচিত আরজি করের ঘটনা নিয়ে একাধিক পোস্ট করেন। যেখানে নির্যাতিতা আরজি করের নাম ও ছবিও প্রকাশ করা হয়। এসব পোস্ট বেশ আপত্তিকর ছিল বলে অভিযোগ করা হয়। 

কীর্তি শর্মার আরও দুই-একটি পোস্টের ব্যাপারেও অভিযোগ রয়েছে। যেখানে বলা হয়, মুখ্যমন্ত্রী মমতাকে অবমাননাকর, আপত্তিজনক মন্তব্য করা হয়েছে। 

গ্রেপ্তারের পর অভিযুক্ত ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যায়। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায় | পশ্চিমবঙ্গ | ভারত