বিনোদন

আরজি কর কাণ্ডে শুভশ্রীর ক্ষোভ, নেটিজেনদের পাল্টা আক্রমণ!

বিনোদন প্রতিবেদন

গেল ৮ আগস্ট দিবাগত রাতে ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়। ন্যক্কারজনক এ ঘটনায় ফুঁসে উঠেছে কলকাতাবাসী। বিচারের দাবিতে দু’দিন ধরে রাজপথে রয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। নিজের অভিনীত ‘বাবলি’ সিনেমার প্রচারও বন্ধ রেখেছেন। এবার নিজের ভেতরে জমে থাকা দুঃখ-কষ্ট-ক্ষোভ ঝারলেন এই অভিনেত্রী। কিন্তু তারপরও নেটিজেনদের পাল্টা আক্রমণের মুখে পড়েছেন এই নায়িকা।

প্রতিবাদ জানিয়ে শুভশ্রী গাঙ্গুলি তার ইনস্টাগ্রামে নিজের লেখা একটি কবিতা পোস্ট করেছেন। কবিতার শুরুতে শুভশ্রী লেখেন, ‘শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই!/ থাকব না আর নিয়মে বাধা/ মানব না কোনো রীতি/ সংস্কার ধরে রাখার সব দায়িত্ব কী আমাদের/ ওরা তাহলে করবে কী?/ নিয়মে এবার বাধব ওদের/ যারা কুড়ে কুড়ে খেয়েছে মোদের।’

আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে রাজপথে নামায় শুভশ্রীর মতো অভিনেত্রীদের ক্ষমতাসীনদের কেউ কেউ ‘পতিতা’, ‘নষ্টা’ বলে মন্তব্য করেছেন। তা স্মরণ করে শুভশ্রী লেখেন, ‘অনেক হয়েছে নোংরামি, অনেক করেছো পাপ/ তাও নেই কোনো অনুতাপ/ তাই তো ফেসবুকে পোস্ট এর বন্যা/ আমরা নাকি পতিতা?/ আমরা নাকি নষ্টা?/ দেখ তাহলে এই নষ্টারাই গড়বে দুনিয়া/ যেখানে বাপকেও ছাড়ে না পাপ।’

শুভশ্রীর কবিতা পড়ে নেটিজেনদের অনেকে প্রশংসা করছেন। তার সঙ্গে সহমত পোষণ করে বিচার চেয়েছেন। আবার নেটিজেনদের বড় একটি অংশ তাকে আক্রমণ করে মন্তব্য করেছেন। তবে এসবের জবাবে কোনো মন্তব্য করেননি শুভশ্রী।

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন শুভশ্রী | আরজি কর