আন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনীয় সেনাদের হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক

ছবি- সংগৃহীত

অনুপ্রবেশকারী ইউক্রেনীয় সেনাদের হাতে রাশিয়ার ক্রুস্ক প্রদেশে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন আরও ১৪৩ জন। আহতদের মধ্যে ৭৯ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে।

মঙ্গলবার ক্রুস্কের প্রাদেশিক সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। 

ক্রুস্ক প্রদেশ থেকে রাশিয়া-ইউক্রেন সীমান্তের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। গত ৬ আগস্ট সীমান্ত পেরিয়ে ক্রুস্কে প্রবেশ করে ইউক্রেনীয় সেনাদের কয়েকটি দল। বর্তমানে প্রদেশের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে তারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অনুপ্রবেশকে ‘বড় মাত্রার উসকানি’ এবং ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে ভ্লাদিমির জেলনিস্কি বলেন, রুশ হামলা থেকে বাঁচতে ক্রুস্ক প্রদেশকে বাফার জোন (দুই রাষ্ট্রের মধ্যবর্তী মুক্তাঞ্চল) করার পরিকল্পনা নিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। সেই পরিকল্পনার অংশ হিসেবে ক্রুস্পে প্রবেশ করেছে সেনারা।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়া