জাতীয়

চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক দৃঢ়তর হবে: ফখরুল

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক দৃঢ়তর হবে, পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (২১ আগস্ট) দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, বিপ্লবের পর এই আলোচনা গুরুত্বপূর্ণ। চীন আধিপত্যবাদে বিশ্বাস করে না। তারা সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে কথা দিয়েছে। উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহয়তা করছে তা প্রশংসনীয়। 

অন্যদিকে, ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আলোচনায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত। 


 কেএস// 

এ সম্পর্কিত আরও পড়ুন মির্জা ফখরুল