বন্যার পানির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেক রাস্তা পানির নিচে রয়েছে। এতে ব্যহত হচ্ছে যান চলাচল।যার কারণে ঢাকামুখী লেনে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে।
গেলো বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত থেকে সৃষ্টি হওয়া যানজট এখনো নিরসন হয়নি। রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে হাজার হাজার গাড়ি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের মুহুরীগঞ্জ থেকে লালপোল পর্যন্ত চট্টগ্রামমুখী লেন পানিতে তলিয়ে গেছে। বানের পানির স্রোত দেখা গেছে সড়কে। এ কারণে ঢাকামুখী লেনে তীব্র যানজট দেখা দিয়েছে।
যাত্রী ও চালকরা জানিয়েছেন, প্রায় ২০ ঘণ্টা রাস্তায় গাড়িতে রয়েছি। কোথাও খাবারের দোকান খোলা পাচ্ছি না। ক্ষুধায় প্রাণ যায় যায় অবস্থা।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, পুলিশ রাস্তায় দায়িত্ব পালন করে লাভ হবে না। কারণ পানির কারণে গাড়ি চলাচল করতে পারছে না। পানি নেমে গেলে যানজট নিরসন হয়ে যাবে।
জেএইচ