দেশজুড়ে

পানিবন্দি অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করলো সেনাবাহিনী

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে চলমান বন্যায় পানিবন্দি এক অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ৫ মাসের অন্তঃসত্ত্বা ওই নারী কয়কদিন ধরেই পানিবন্দি অবস্থায় ছিলেন।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে ওই নারীকে উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিইও লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিন।

উদ্ধার হওয়া নারীর স্বামী শাকিল আহমেদ জানান, তার স্ত্রী  পানিতে আটকা পড়ে ঠান্ডায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কোনো উপায় না দেখে সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্পে ফোন দিলে তারা দ্রুত তাকে উদ্ধার করেছে। তিনি সেনা সদস্যদের কাছে কৃতজ্ঞ।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিন জানান, পানিবন্দি পরিবার থেকে জরুরি ফোন পেয়ে তাৎক্ষণিক নিজস্ব অ্যাম্বুলেন্স পাঠিয়ে গর্ভবতী ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে।  বর্তমানে তিনি ভালো আছেন। সেনাবাহিনী সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সেনাবাহিনী