জাতীয়

সময় টিভির সম্প্রচার নিয়ে আদেশ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আনা আবেদনের শুনানি শেষ হয়েছে।  এ বিষয়ে মঙ্গলবার(২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশ ঘোষণা করবেন।  এ সময় পর্যন্ত সময় টিভির সম্প্রচার বন্ধ থাকবে। 

রোববার(২৫ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আদেশের জন্য আজ এই দিন ধার্য করেন। 

আদালতে সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সাকিব মাহবুব।  অন্যদিকে, সময় মিডিয়া লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল।  সহযোগিতা করেন এডভোকেট ফারজানা খান নীলা।

এর আগে. গত বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে।  পাশাপাশি পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে। এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ আগস্ট হাইকোর্টের কোম্পানি বেঞ্চে রিট আবেদন করেন আহমেদ জোবায়ের।  

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন আদেশ | আপিল বিভাগ | সময় টিভি