ব্রাহিম দিয়াজের কাছ থেকে বল পেয়ে, দুই ডিফেন্ডারকে ফাকি দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন এন্দ্রিক ফিলিপে। বক্সে ঢুকে ডান প্রান্ত থেকে তার নেওয়া বুলেট গতির শট গোলরক্ষকের একদম পাশ দিয়ে ডুকে যায় জালে।
নির্ধারিত সময়ের মাত্র ৪ মিনিট বাকি থাকতে কিলিয়ান এমবাপ্পের বদলি হিসেবে মাঠে নামেন এন্দ্রিক। আর মাঠে নেমেই নিজের ঝলক দেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
১৮ বছর ৩৫ দিন বয়সী এই ব্রাজিলিয়ানই এখন লা লিগা ইতিহাসে রিয়ালের সবচেয়ে কম বয়সী বিদেশি ফুটবলার হিসেবে গোল পেলেন। একবিংশ শতাব্দীতে লা লিগা অভিষেকে লস ব্লাঙ্কোসদের সর্বকনিষ্ঠ গোলদাতাও এখন তিনি।
রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নরা তিনটি গোলই পেয়েছে দ্বিতীয়ার্ধের।
রিয়াল মাদ্রিদের বাকি গোল দুটি এসেছে ফেদে ভালভের্দে ও ব্রাহিম দিয়াজের কাছ থেকে।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও গোল বঞ্চিত ছিলেন কিলিয়ান এমবাপ্পে। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফরাসি তারকা।