আন্তর্জাতিক

প্রথমবার কোনো নারী সরকারি মুখপাত্র পেল ইরান

বায়ান্ন প্রতিবেদন

ফাতেমেহ মোহাজেরানি ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির বরেন্য শিক্ষাবিদ ফাতেমেহ মোহাজেরানি।এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একজন নারী মুখপাত্র পেল ইরান। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমির স্থলাভিষিক্ত হলেন ড. ফাতেমেহ মোহাজেরানি।

৫৪ বছর বয়সী ফাতেমেহ মোহাজেরানি এর আগে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

প্রসঙ্গত, ১৯৭০ সালে ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরে জন্মগ্রহণ করেন ফাতেমেহ মোহাজেরানি।স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি অর্জন করেছেন তিনি। তাঁর নিয়োগ ইরানে নারীদের ক্ষমতায়নের নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া ২০১৭ সালে তিনি সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টের প্রধান হিসেবেও নির্বাচিত হন।

এ সম্পর্কিত আরও পড়ুন মুখপাত্র | ইরান | প্রথমবার কোনো নারী