খেলাধুলা

ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব বাড়ালেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের ওডিআই ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিলেন ব্রেন্ডন ম্যাককালাম। টেস্ট সংস্করণের সঙ্গে এবার বাকি দুই সংস্করণেও প্রধান কোচের ভূমিকায় থাকবেন সাবেই এই নিউজিল্যান্ড ক্রিকেটার।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে ৩ বছরের নতুন চুক্তি করেছেন ম্যাককালাম।

মঙ্গলবারে (৩ সেপ্টেম্বর) সম্পাদন হওয়া চুক্তি থেকে বোঝা যাচ্ছে ২০১৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ম্যাককালাম থাকছেন ইংল্যান্ডে। এছাড়াও পরের অ্যাশেজ সিরিজের জন্য পরিকল্পনা সাজানোর দায়িত্ব থাকবে এই সাবেক কিউই ক্রিকেটারের কাঁধে।

ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মারকাস ট্রেসকোথিক এখন দায়িত্বে আছেন। তিনি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন। ম্যাককালাম লাল ও সাদা বলের দল নিয়ে কাজ শুরু করবেন ২০২৫ সালের জানুয়ারি থেকে।

সবশেষ ওডিআই ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ বাজে পারফরম্যান্স করে ইংল্যান্ড। এর ফলস্বরূপ ম্যাথু মটসকে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়ে। তখন থেকে ইংল্যান্ডের সাদা বলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ট্রেসকোথিক দায়িত্ব পালন করে আসছেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রেন্ডন ম্যাককালাম | ইংল্যান্ড | কোচ