বিএনপি

জনগ‌ণের রাজনৈতিক অধিকার এখ‌নো অর্জিত হয়‌নি : তারেক রহমান

ছবি: সংগৃহীত

জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা কর‌ার জন্য আন্দোলন কর‌তে গি‌য়ে বিএন‌পির লাখ লাখ মানুষ খুন, গুম ও মামলার শিকার হ‌য়ে‌ছেন। স্বৈরাচার পা‌লি‌য়ে‌ছে। কিন্তু জনগ‌ণের রাজনৈতিক অধিকার এখ‌নো অর্জিত হয়‌নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএন‌পি আয়োজিত বিশাল সমা‌বে‌শে ভার্চুয়া‌লি যুক্ত হ‌য়ে  তি‌নি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির আন্দোলন এখ‌নো শেষ হয়‌নি। যতক্ষণ পর্যন্ত জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা না হ‌বে ততক্ষণ পর্যন্ত বিএন‌পির আন্দোলন চল‌বে।

তিনি বলেন, প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে কিছু রাজ‌নৈ‌তিক দল বিভ্রান্ত হ‌য়ে কিছু কথা ব‌লে‌ছে। এজন্য সজাগ থাক‌তে হ‌বে। দে‌শের ভেত‌রে-বাইরে যারা কলকা‌ঠি নাড়‌ছে তারা চায় না দে‌শে গণতন্ত্র ফি‌রে আসুক। এক যু‌গেরও বে‌শি সময় ধ‌রে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হ‌য়ে‌ছে। কলা‌রোয়া সাতক্ষীরার মানুষ এর প্রমাণ।

বাংলা‌দে‌শের প্র‌ত্যেক অঞ্চ‌লে যেসব সম্ভাবনা আছে উল্ল্যেখ করে তিনি বলেন, এগুলো সাম‌নে এনে দেশ‌কে এগিয়ে নেয়া হ‌বে  সাতক্ষীরার আম, চিংড়ি ও সুন্দরব‌নের কথা উল্লেখ ক‌রে এসব পণ্য উৎপাদন ও সংরক্ষ‌ণের মাধ্য‌মে বেকার যুবক‌দের কর্মসংস্থান গ‌ড়ে তোলার উদ্যোগ গ্রহ‌ণের কথাও জানান তিনি

 

প্রসঙ্গত, বিএন‌পির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এম‌পি  হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন তারেক রহমান