বিনোদন

এখনও যে আফসোস রয়ে গেছে আমির খানের!

বায়ান্ন প্রতিবেদন

আমির খান ছবি: সংগৃহীত

বলিউডের পারফেকশনিস্ট খ্যাত আমির খান তার অসংখ্য কালজয়ী চরিত্রের জন্য প্রশংসিত হয়েছেন। তবে একটি চরিত্র নিয়ে এখনও তার দুঃখ রয়েই গেছে।

ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ হাতছাড়া করেছিলেন আমির। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য লেজেন্ড অব ভগৎ সিং’ সিনেমার জন্য প্রথমে তাঁকেই ভাবা হয়েছিল। কিন্তু, তিনি তখন এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি

কপিল শর্মার শো’তে এসে আমির জানিয়েছেন, কেন তিনি এই সুযোগ হাতছাড়া করেছেন। তার মতে, ভগৎ সিংয়ের চরিত্রের জন্য তরুণ অভিনেতা প্রয়োজন ছিল। তখন আমিরের বয়স ছিল ৩৬, এবং তিনি মনে করেছিলেন যে তার বয়সের কারণে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলা সম্ভব হবে না

আমির বলেন, ‘ভগৎ সিং একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্র। তার বয়স ছিল মাত্র ২২-২৩ বছর, এবং তার সাহসিকতা ও আদর্শের জন্য তিনি অনন্য। আমি চাইনি, এই বয়সের কোন অভিনেতা চরিত্রটি করুক।’

এ কারণে, আমির ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করতে চাননি এবং রাজকুমার সন্তোষীকে তরুণ কোনো অভিনেতা খুঁজে নিতে বলেছিলেন। কিন্তু সন্তোষী পরবর্তীতে অজয় দেবগনকে এই চরিত্রে নির্বাচন করেন, যিনি এই ভূমিকার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন

মজার বিষয় হলো, ৩ বছর পর আমির ‘মঙ্গল পাণ্ডে’ এবং ‘রঙ দে বাসন্তি’-তে চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তিনি আরো বড় বয়সের চরিত্রে অভিনয় করেন। ‘রঙ দে বাসন্তি’-তে চন্দ্রশেখর আজাদের চরিত্রে আমিরের বয়স ছিল ৪০, যদিও আজাদের বয়স ছিল মাত্র ২৪ বছর

তবে, ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করতে না পারার আফসোস এখনও মনে রয়ে গেছে তাঁর।

 

জেডএস/