আর্কাইভ থেকে বাংলাদেশ

ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষ, নিহত বেড়ে ১৭৪

ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষ, নিহত বেড়ে ১৭৪

ইন্দোনেশিয়ায় একটি স্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৮০ জন।

শনিবার (১ অক্টোবর) দেশটির পূর্ব জাভা প্রদেশের একটি স্টেডিয়ামে এ সহিংসতার ঘটনা ঘটে। 

রোববার (২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। 

প্রতিবেদনের তথ্যমতে, আরেমা এবং পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার ম্যাচে আরেমা ২-৩ গোলের ব্যবধানে হেরে যায়। দল হেরে যাওয়ায় হাজার হাজার ভক্ত মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমনকি মাঠে থাকা বেশ কয়েকজন খেলোয়াড়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। পরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়।

সংঘর্ষ থামার পর ঘটনাস্থলে হাজার হাজার পরিত্যক্ত জুতা পড়ে থাকতে দেখা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ইন্দোনেশিয়ার ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং আরেমাকে বাকি মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

দেশটির সরকার পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন। 

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ফুটবল | স্টেডিয়ামে | সংঘর্ষ | নিহত | বেড়ে | ১৭৪