এশিয়া

প্রখ্যাত বাম নেতা সীতারাম ইয়েচুরি আর নেই

ভারতের সর্ববৃহৎ বামপন্থি রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিএম) মহাসচিব সীতারাম ইয়েচুরি আর নেই। ৭২ বছর বয়সে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীন এ রাজনীতিবিদ

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিল্লির এআইআইএমএস হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভ।

জানা যায়, গেল ১২ আগস্ট থেকে দিল্লির এআইআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সীতারাম।

এনডিটিভি জানায়, সিপিএমের পলিটব্যুরোর সদস্য সীতারাম ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্যও ছিলেন।

সীতারামের মরদেহ এআইআইএমএস হাসপাতালেই দান করে দিয়েছে তার পরিবার। তার মরদেহ দিয়ে মেডিকেলের শিক্ষার্থীরা গবেষণা ও শিক্ষায় কাজে লাগাবে। তবে ভক্তরা যেন শেষ শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য তার মরদেহ আগে সিপিএমেরর একেজি ভবনে রাখা হবে। এরপর এটি আবারও হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসা হবে

প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক জানিয়েছেন

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সীতারাম ইয়েচুরি