ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টায় ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং।
র্যাব জানায় গেলো ৪ আগস্ট ঝিনাইদহ সদর এলাকায় আওয়ামীলীগের শান্তি মিছিল থেকে জেলা বিএনপির কার্যালয় ও জেলা সভাপতি এম এ মজিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। দুই মামলায় প্রধান আসামি নায়েব আলী জোয়ার্দার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাব।
প্রসঙ্গত, ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে গত ১৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী জোয়ার্দার।
আই/এ