দেশজুড়ে

হাতিয়ার ৭টি মাছ ধরার ট্রলার ডুবি

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়ের কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৭টি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।  ট্রলারগুলো থেকে ৩০ জন মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে তবে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

জানা গেছে, হাতিয়া উপজেলার বিভিন্ন ঘাট থেকে গত কয়েকদিনে মাছ ধরার জন্য অনেকগুলো ট্রলার গভীর সাগরে যায় বৈরী আবহাওয়ার কারণে এদিন সকাল থেকে বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করে ট্রলারগুলো। সন্ধ্যায় ঘাটে ফেরার সময় ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের তোড়ে ৭টি ট্রলার ডুবে যায়।

হাতিয়ার ট্রলার মালিক লুৎফুল্লাহিল নিশান গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় ঘাটে ফেরার সময় ঝোড়ো বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলার গুলো ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী ট্রলারগুলোর ডুবে যাওয়া ট্রলার থেকে প্রায় ৩০ জন মাঝি-মাল্লাকে উদ্ধার করে।  এ ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন হাতিয়ার | ট্রলার | ডুবে