জাতির ক্রান্তিলগ্নে রাষ্ট্রকে সাহায্য করতে সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিমুল গনি (অব.)। ‘জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা’ বিষয়ক একটি সেমিনারে এ কথা বলেন তিনি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর রাওয়া কমপ্লেক্সে এ সেমিনারটির আয়োজন করে রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম (আরআরএসএফ)।
অনুষ্ঠানে লে. কর্নেল মনীষ দেওয়ান (অব.) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিমুল গনি (অব.) ও লে. কর্নেল মোশাররফ।
রাষ্ট্রের ক্রান্তিলগ্নে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসার, জেসিও ও সৈনিকবৃন্দ সাহায্য করতে পারেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিমুল গনি (অব.)।
অপরদিকে, লে. কর্নেল মোশাররফ তাঁর বক্তব্যে ছাত্র জনতার আন্দোলনের সময় সশস্ত্র বাহিনীর অফিসার, জেসিও এবং সৈনিকদের অবদানের কথা তুলে ধরেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক মাহবুবুল্লাহ, অধ্যাপক ড. শহীদুজ্জামান, ডা. জাহেদ উর রহমান এবং লে. আবু রুশদ।
বক্তারা অন্তর্বর্তী সরকারের সংস্কারের ও বিনির্মাণে জাতীয় সংহতি উন্নয়ন এবং লেজুরভিত্তিক সমাজ ব্যবস্থা হতে উত্তরণের পথ নির্দেশনার উপায় নিয়ে আলোকপাত করেন।
এনএস/