কক্সবাজার সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুর জেরে কর্তব্যরত চিকিৎসককে মারধর ও ভাঙচুরের জের ধরে এখনও স্বাভাবিক হয়নি চিকিৎসা সেবা। ঘটনার প্রতিবাদে টানা চার দিনের মতো সেবা বন্ধ করে দিয়ে কর্মবিরতিতে রয়েছে চিকিৎসক নার্সসহ সব ধরনের কর্মচারীরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতালটির আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশেকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৯টায় চিকিৎসক, নার্স, কর্মচারীদের সঙ্গে প্রশাসনিক বৈঠক হয়েছে। এখনও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রয়েছে। তবে জরুরি বিভাগ ও ভর্তি রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। বহিঃবিভাগ এবং প্রাইভেট চিকিৎসা স্বাভাবিক করতে আলোচনা চলছে। জেলা প্রশাসন, পুলিশের সাথে আলোচনা করে নিরাপত্তা নিশ্চিত করলে চিকিৎসা সেবা শুরু করার কথা বলছেন চিকিৎসক, নার্সসহ অন্যান্যরা।
গেলো (১০ সেপ্টেম্বর) ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর দাবি করে ডা. সজিব কাজিকে মারধর করে হাসপাতালের আইসিইউ ও সিসিইউ ভাঙচুর করে স্বজনেরা।
ঘটনার পরদিন থেকেই এর প্রতিবাদে কর্মবিরতিতে যায় হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্টাফরা। ও ঘটনায় ভুক্তভোগী চিকিৎসকের মামলার প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আই/এ