আন্তর্জাতিক

ন্যাটো প্রধানের দায়িত্ব নিলেন মার্ক রুট্টে

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুট্টে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ন্যাটো কার্যালয়ে সদ্য সাবেক মহাসচিব নরওয়ের জেনস স্টলটেনবার্গের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ৫৭ বছর বয়সি রুট্টে দায়িত্ব বুঝে নেন। 

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জন্য সমর্থন অব্যাহত রাখাসহ ৩২ সদস্যের সামরিক জোট ন্যাটোর অগ্রাধিকারগুলো রুট্টে ধরে রাখবেন বলে মনে করছেন সদস্যরা। পাশাপাশি প্রতিরক্ষা ব্যয় বাড়ানো ও ইউরোপীয় নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতিবদ্ধ রাখা।

প্রসঙ্গত, ১৪ বছর ধরে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন  রুট্টে।  চলতি বছর তিনি অবসরে যান।  রুট্টে বরাবরই ইউক্রেনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত।

জেডএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন ন্যাটো