ছেলের সাফল্যে বুক ফুলে ওঠে বাবার। কিন্তু যেই ছেলে সফল হওয়ার পর তার সাফল্য দেখাতে পারেন না বাবাকে। এর থেকে কষ্টের আর কী আছে! রোনালদোর মনেও সেই চাপা কষ্ট!
আল রাইয়ানের বিপক্ষে গোল করে চিরচেনা কোন উদ্যাপন করলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের একপ্রান্তে ছুটে গিয়ে আঙুল উঁচিয়ে দেখালেন আকাশের দিকে।
৩০ সেপ্টেম্বর ছিলো রোনালদোর বাবার জন্মদিন। বেঁচে থাকলে ৭১তম জন্মদিন পালন করতেন আল নাসর তারকার বাবা। এমন দিনে এএফসি চ্যাম্পিয়নস লিগে এলিট গ্রুপের ম্যাচে গোল পেয়েছেন রোনালদো।
বাবা বেঁচে না থাকায় গোল করে আকাশের দিকে তাকিয়ে সেই গোল বাবাকে উৎসর্গ করেছেন ‘সিআরসেভেন’।
কাতারের ক্লাব আল রাইয়ানের বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটে গোল পান রোনালদো। আবদুলরহমান গারিবের পাস থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোলটি করেন তিনি। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারে এটি রোনাদলোর ৯০৪তম গোল।
রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। রোনালদো ছাড়াও সৌদি ক্লাবটির হয়ে গোল করেছেন সাদিও মানে। আর ৮৭ মিনিটে ব্রাজিলিয়ান খেলোয়াড় রজার গেদেসের গোলে ব্যবধান কমায় আল রাইয়ান।