আন্তর্জাতিক

আজ রাতেই মধ্যপ্রাচ্যে হামলার হুমকি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইসরাইল ভূখণ্ডে ইরানের ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে দেশটি। এতে বুধবার (২ অক্টোবর) রাতে মধ্যপ্রাচ্যে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরাইল।

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাতে ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এসব কথা বলেছেন।

হাগারি বলেন, ‘ইরান বুধবার রাতে গুরুতর কাজ করেছে এবং মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। আজ রাতেই ইরানের এ কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।

এই মুখপাত্র জানিয়েছেন, ইরান এবারই প্রথম এমন হামলা চালায়নি। তবে এবারের হামলা অনেক বেশি বিস্তৃত ছিল। যদিও এর প্রভাব ছিল বেশ কম। ইসরাইল রাষ্ট্রের সক্রিয় আচরণে হতাহত কম হয়েছে বলে দাবি তার।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, ইসরাইলের ওপর এমন ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে।

মঙ্গলবার রাতে ইসরাইলে হামলা চালায় ইরান। ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, এ হামলার লক্ষ্যবস্তু ইসরাইলের রাজধানী তেল আবিবের তিনটি সামরিক ঘাঁটি ছিল।

এম এইচ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন আজ | রাতেই | মধ্যপ্রাচ্যে | হামলার | হুমকি | ইসরাইলের