আন্তর্জাতিক

মার্কিন বাহিনীকে ইসরাইলের পাশে দাঁড়াতে বাইডেনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইসরাইল সেনাবাহিনীকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য মার্কিন বাহনীকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (১ অক্টোবর) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ইসরাইলে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার দিকে নজর রাখছে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ন্যাশনাল সিকিউরিটি দলের কাছ থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট রাখছেন তারা।

এদিকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমন সতর্কবার্তা দেয়ার ঘণ্টা খানেকের মধ্যেই তেল আবিবে হামলা শুরু করে ইরান।

হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবার পাওয়া যায়নি। তবে হামলা থেকে বাঁচতে অনেক ইসরাইলি নিরাপদে আশ্রয় নিতে ছুটে বেড়াচ্ছেন। এছাড়া দেশটির সেনাবাহিনীও নিরাপদে অবস্থান নিয়েছে। 

 কেএস// 

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র